মি রুমা,বর্তমান বয়স ২৭, বিয়ে হয়ে প্রায় ২ বছর হলো, যদিও সংসার টা টিকেনি, বিয়ের মাত্র ৪ মাসের মাথায় আমি শশুর বাড়ী ছেড়ে ব্যাপার বাড়ি চলে আসি। আমার হাসব্যান্ড একজন পুলিশ( SI) বর্তমান বয়স ৩৪. চলো আমার জীবনের ঘটে যাওয়া বিয়ের পরের সেই প্রথম পরপুরুষের ঘটনা টা বলি।
পেশায় আমি একজন এক্সিকিউটিভ অফিসার, কলকাতার মিউনিসিপ্যালিটির বিশাল দায়িত্ব আমার উপর। আমার বাড়ি বেহালা চৌ রাস্তার কাছে, ২৬ বছর বয়সে বড় থেকে ছেলে পছন্দ করে আমাকে বলতে পারেন এক প্রকারের জোর করেই বিয়ে দেয়। বাবার বন্ধুর ছেলে হলো আমার স্বামী। বিয়ে হঠাৎ ঠিক হয়ে গেলো, আমি আর আমার প্রেমিক মিলে বহু চেষ্টা করেও বাড়িতে ব্যাপারটা মানাতে পারলাম না। অবশেষে বিয়ে ঠিক হওয়ার ১ টা বছর পর আমার বিয়ে হয়ে যায়। শশুর বাড়িতে আমার মন বসত না, কারণ বোর মশাই এর ডিউটি তো দার্জিলিং এ, আমাকে বিয়ে করে রেখে অস্ট মংলার পরের দিনই চলে যায়। এরকমই চলতে থাকে…
এমন সময় আমার হাসব্যান্ড এর প্রিয় বন্ধু অজিত দার সাথে আমার বেস ভালই গল্পঃ আর বন্ধুত্ব বেড়ে উঠে, অজিত দা আবার আমাদের বিয়েতে মিত্র ছিল হাসব্যান্ড এর। হাসব্যান্ড এর কাছে পাওয়ার অভাবে ধীরে ধীরে অজিত দার সাথে আবার বন্ধুত্ব অনেক টাই বেড়ে যায়, গল্পের সীমা পেরিয়ে সেক্স নিয়েও কথা হতে শুরু করলো। কারণে ওর সাথে আমার বন্ধুত্ব টা খুবই পার্সোনাল হতে লাগলো। আইসবি কিন্তু বিয়ের ১ মাসের ভিতরেই চলছে… তবে কোনোদিন গল্পের মধ্যে ভুলেও অজিত দা আমাকে কোনো রকম খারাপ প্রস্তাব দেয় নি, বেশিরভাগ সময় ও নিজের গল্পই বলত ওর আর ওর গার্লফ্রেন্ড এর কথা।
এইভাবে একমাস কেটে গেলো, আমার হাসব্যান্ড বাড়ি আসলো দিনটি ছিল শনিবার রাত, আগের সপ্তাহে আসে নি, তাই প্রায় 2 সপ্তাহ পর আজ আমি হাসব্যান্ড কে কাছে পাবো জন্য, খুব খুশি আমি, নিজেকে পুরো শরীর ট্রিম করেছি, রাত তখনো ১১ টা বাজে ছাদে বসে আমার বোর মশাই অজিত দা মিলে মদ খাচ্ছে। এর মধ্যে আমি ২ বার গিয়ে ডেকে আসলাম, তখন অজিত ডাকে ম্যাসেজ করে বললাম চলে যেতে।
আমি চুপ করে বিছানায় পা ঝুলিয়ে বসে আছি, একটু বাদেই দেখি হাসব্যান্ড চলে আসলো। রুমা আই এম সো সোরি, তুমি রাগ করো না প্লীজ… এইসব বলতে বলতে সুয়ে পড়ল। এত নেশা করেছে যে কোনো হুস ই নেই। ওই রাতে খুব কাদলাম, বিষণ কষ্ট হচ্ছিল, নতুন বিয়ে হয়েছে, আর এতদিন পর স্বামীকে কাছে পেয়েও যখন শরীর উপসে থাকে শুধু মাত্র তারাই জানে কষ্টটা যাদের সাথে এমন হয়েছে। রাত ১ টা বাজে আমি তখনও জেগে, হঠাৎ ফোন টা জলে উঠলো দেখি অজিত দার ম্যাসেজ, ” আজকের জন্য খুবই দুঃখিত, আমার জন্যই তোমার রাত টা আজ খারাপ হলো।”
আমি বললাম, নানা তেমনটা নয় অজিত দা, কাল কথা হবে। বলে গুড নাইট বললাম। কিন্তু আমি তখনও জানতাম না যে অজিত দা একাই ছাদে রয়েছে, ৫/৬ মিঃ পর আরেকটা ম্যাসেজ আসলো, যদি কিছু মনে নাকোরো তবে ছাদে আসো একটু ড্রিংক করে ঘুমিয়ে পরো ভালো লাগবে। ম্যাসেজ টা দেখে কেমন যেনো শরীরটা একটু কেঁপে উঠল আর মাথায় অনেক কিছু ভাবনা আসলো… সব ছেড়ে আস্তে করে উঠে ছাদে উঠলাম, দেখি অজিত দা আমর জন্য আগে থেকেই প্যাক বানিয়ে রেখেছে, চোখের জল গুলো মুছে নিয়ে গ্লাসে চুমুক দিলাম।
বেশ ১০/১৫ মিঃ ধরে পুরো প্যাক টা শেষ করলাম, আর এর মধ্যে নানা গল্পঃ হলো, আর আমার পেটে একটু প্যাক পড়লে আমি কোনো কথাই মনে ভিতর রাখতে পারি না, তাই জানিনা কিকি বলেছি ঠিক খেয়াল ও নেই। শুধু মনে আছে শরীরটা বিষণ গরম হয়েছিল, কোনো কারণ ছাড়াই সেক্স উঠছিল খুব, মনে হচ্ছিল এখুনি চাই, হাত – পা কেঁপে উঠছিল, চোখ গুলো কেমন যেনো অন্ধকার হচ্ছিল।
