অর্পিতা নতুন কলেজে ভর্তি হয়েছে। একেবারে নতুন পরিবেশ, নতুন বন্ধু, সবকিছুই যেন অচেনা। প্রথম দিনেই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বই খুঁজছিল সে। হঠাৎ করেই পাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল—
“তুমি কি এই বইটা খুঁজছো?”
অর্পিতা তাকিয়ে দেখে, এক লম্বা ছেলে, নাম অর্ণব। হাসিমুখে বইটা এগিয়ে দিল। সেই প্রথম আলাপ।
দিনগুলো কেটে যেতে লাগল, দু’জনের বন্ধুত্ব গাঢ় হতে থাকল। ক্লাস শেষে ক্যান্টিনে বসা, হোয়াটসঅ্যাপে রাত জেগে চ্যাট করা, হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া—সবকিছুতেই যেন এক অদ্ভুত আনন্দ।
একদিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অর্ণব একটু থেমে বলল—
“শোনো, তোমাকে আমি শুধু বন্ধু বলে ভাবতে পারছি না। আমি তোমাকে পছন্দ করি।”
অর্পিতা চুপ করে থাকল, কিন্তু চোখেমুখে লাজুক হাসি ফুটে উঠল। ধীরে ধীরে মাথা নেড়ে সে বলল—
“আমিও।”
সেই দিন থেকে তাদের গল্প শুরু হল—একটা নতুন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের সুন্দর যাত্রা, যেখানে প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু হাসি আর ছোটখাটো খুনসুটি।