রোমান্টিক কাপল স্টোরি

Uncategorized

রোদ ঝলমলে বিকেল। কলেজ শেষে মেঘলা আর অর্ণব হাঁটছিলো ধীরে ধীরে কলেজের সামনের রাস্তা ধরে।

মেঘলা একটু রাগী স্বভাবের, কিন্তু অর্ণব জানে—তার রাগের ভেতরেই লুকিয়ে আছে অগাধ ভালোবাসা।

হঠাৎ মেঘলা থেমে গেল।
মেঘলা: (মুখ ফুলিয়ে) তুমি আজ আবার দেরি করে এলে।
অর্ণব: (হাসতে হাসতে) আচ্ছা বাবু, এবার থেকে সময় মতো আসবো। তোমার জন্য ফুল আনতে গিয়েছিলাম বলেই দেরি হলো।

অর্ণব ব্যাগ থেকে লাল গোলাপ বের করে মেঘলার হাতে দিল।
মেঘলার চোখ চকচক করে উঠলো, রাগ এক মুহূর্তেই উধাও।

তারা দু’জন চুপচাপ বসে পড়লো কাছের পার্কে। বাতাসে পাতার মৃদু শব্দ, পাখির ডাক, আর দু’জনের নীরবতা যেন আরও কাছাকাছি নিয়ে এল তাদের।

অর্ণব: (মৃদু স্বরে) জানো, আমি সবসময় ভেবেছি—তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।
মেঘলা: (হেসে) এত সহজে এসব কথা বলো না। আমি কি এতটা দামি?
অর্ণব: তুমি আমার কাছে দামী নও, অমূল্য।

মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে অর্ণবের কাঁধে মাথা রাখলো।
অর্ণবও তার হাত ধরে বলল—
অর্ণব: প্রতিটা বিকেল যদি এমন হতো, তাহলে আমার আর কিছু চাইতাম না।

মেঘলা চোখ বুজে বলল—
মেঘলা: প্রতিটা সকাল যদি তোমার সাথে শুরু হয়, আর প্রতিটা রাত যদি তোমার সাথে শেষ হয়, তাহলে আমিও সম্পূর্ণ।

ওরা দু’জন বসে রইলো অনেকক্ষণ। আকাশে তখন লাল সূর্যের আলো। মনে হলো, যেন প্রকৃতিও তাদের প্রেমের সাক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *